Breaking

Saturday, 27 April 2019

সেন আমলের পরিচিতি

সেন বংশ এর ছবির ফলাফল
#সেন আমল #
#সেন বংশ-(শরু--১০৯৫- শেষ ১২৩০)#

*বাংলার ইতিহাসে সেন রাজাদের নাম ও স্ত্রী-এর বংশ
*সেনরা বাংলাই বহিরাগত আদি নিবাস-কর্ণাট দেশে
*বীর সেন=সেন বংশের আদি পুরুষ ।

*সামন্তসেন=সামন্ত সেন থেকেই বাংলায় সেন বংশের উৎপত্তি হয়।
#হেমন্তসেন#
*সেন বংশের প্রথম মর্যাদা রাজা।

*সামন্তসেন-এর পুত্র হেমন্ত সেন।

*হেমন্ত সেনের স্ত্রীর নাম- “যশোদেবী”।

* তার শাসন আমল=(১০৭৪-১০৯৭)

*সেন বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা।

*হেমন্ত সেন স্বাধীন রাজা ছিলেন না।

#বিজয়সেন#

*সেন বংশের প্রতিষ্ঠাতা ও স্বাধীন শাসক।

*তিনি শিবের উপাসক ছিলেন।

*তিনি শূরবংশীয় রাজকন্যা বিলাসদেবীকে বিবাহ করেন।

*তিনি রাঢ় অঞ্চলের প্রধান মহিষী ছিলেন। 

*বিজয় সেন - পরম মাহেশ্বর, পরমেশ্বর,পরমভট্টারক,মহারাজাধিরাজ ,গৌড়েশ্বর এবং আরিরাজবৃষভ- মংকর উপাধি ধারণ করেন। 

*তার শাসন আমল=( ১০৯৫-১১৬০ খ্রি)
#বল্লালসেন# 

*বিজয় সেনের পুত্র বল্লালসেন

*তিনি চালুক্য  বংশের রাজকন্যা রমাদেবীকে বিবাহ করেন।

*তার রচিত - দান সাগর,অদ্ভুদ সাগর।

*কৌলিন্য প্রথা উদ্ভব করে।

*তিনি হিন্দু ধর্মের পৃষ্ঠপোষক ও ধর্ম প্রচারক ছিলেন। 


* তার শাসন আমল=(১১৬০-১১৬০ খ্রি.)
# লক্ষ্মণসেন#

*তিনি সেন বংশের সর্বশেষ হিন্দু রাজা।

*তার সময় সেনদের  রাজধানী ছিল নদীয়(বর্তমান নাম কুষ্টিয়া)

*তার স্ত্রী নাম-তারাদেবী

*তিনি বখতিয়ার খলজির নিকট পরাজিত হয়।

*তিনি ৬০ বছর বয়সে সিংহাসন আরোহণ করেন।

*লক্ষ্মণ সেন বৈঞ্চব গোত্রীয় ছিলেন্

* লক্ষ্মণ সেন এর দুইজন পুত্র ছিল-----

*(১) বিশ্বরূপসেন=(১২০৫-১২২০ খ্রি)

*(২) কেশব সেন=(১২২০-১২৩০ খ্রি)

No comments:

Post a Comment