সম্রাট বাবর
পরিচয়:::::::::
বাবর অর্থ সিংহ । ১৪৮৩ A.D বাবর ফারগানা রাজ্যে জন্মগ্রহন করেন।তার পিতার নাম শেখ মির্জা তিনি ছিলেন ফারগানা রাজ্যর আমির।বাবর এর মাতার নাম কুতলুক নিগার খানামা।তার পিতার দিক দিয়ে তিনি তৈমুর লং আর মাতার দিক দিয়ে চেঙ্গিস খানের বংশধর।
প্রাথমিক কার্যাবলি;;;;;
১৪৯৪ A.D বাবর এর পিতা মৃত্যু হয় তার পর বাবর মাএ ১১ বছর বয়েসে ফারগার রাজ্যের অধিপতি হন।বাবর সমরকন্দ দখল করার জন্য ২ বার চেষ্টা করেন।১৫০৪ A.D বাবর কাবুল দখল করেণ।
বাবরের ভারতের অভিযান::::::::::::::
বাবরের ভারতের অভিযান::::::::::::::
বাবর ১৫১৯ A.D থেকে ১৫২৬ A.D মধ্যে পাচ বার ভারতে আক্রমন করেন।
(১)১ম বার ১৫১৯ A.D ইউসুফজাইদের বিরুদ্ধে
(২)২য় বার ১৫২০ A.D বাজাউরের বিরুদ্ধে
(১)১ম বার ১৫১৯ A.D ইউসুফজাইদের বিরুদ্ধে
(২)২য় বার ১৫২০ A.D বাজাউরের বিরুদ্ধে
(৩)৩য় বার গাককারদের বিরুদ্ধে
(৪)৪র্থ ও ৫ম বার ইব্রাহিমের বিরুদ্ধে
প্রথম পানি পথের যুদ্ধ::::::::::::::::::::::::::::::
ভারতের হরিয়ানা রাজ্যের পানিপথ গ্রামের নিকট ১৫২৬ সালে এই যুদ্ধ সংগঠিত হয়।এই যুদ্ধে বাবর এর বাহিনী ছিল ১৫০০ সৈনিক আর ২০ থেকে ২৪ টি Field Artillery আর ইব্রাহিম লোদীর বাহিনী ছিলো ১০০০০০ সৈন্য দীর্ঘ আট দিন তুমুল যুদ্ধ হয়।বাবর এই যুদ্ধে জয় হয়েছিলো কারন প্রথম কামান এর ব্যবহার করার কারনে।এই যুদ্ধে লোদী বংশের অবসান হয়।বাবর এই যুদ্ধে নতুন দুটি কৈাশল ব্যবহার করেন।১-তুলুগুমা ২-আরাবা।বাবর প্রথম পানি পথের যুদ্ধের জয়ের মাধ্যমে ভারতে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করে।
খনুয়ার যুদ্ধ:::::::::::::::::::::::::::::::::::
১৫২৭ সালে মেবারের শাসক রানা সংগ্রাম সিং এর সাথে বাবর এর খনুয়ার প্রান্তে যুদ্ধ হয় । রানা সংগ্রাম সিং এর সৈন্য ছিলো ১২০ জন রাজপুত সেনা আর ৮০০০ অশ্বরোহী। সারা দিন যুদ্ধ হয়।বাবর কামান ব্যবহার করেন এবং কামানের গোলায় টিকতে না পেরে রানা সংগ্রাম সিংহের বাহিনী ছএ ভঙ্গ হয়ে যাই।
গোগরার যুদ্ধ::::::::::::::::::::::::::::::::::
১৫২৯ সালে পাটনা সন্নিকটে গোগরা নদীর তীরে ইব্রাহিম লোদীর ভাই মুহাম্মদ লোদীর ও আফগান সেনাদের শোচনীয় ভাবে পরাজিত কর। পর পর তিনটি যুদ্ধের মাধ্যমে বাবর কাবুল হতে বঙ্গদেশ পর্যন্ত সমগ্র ভারতের মালিকানা লাভ করে এবং মুঘল সাম্রাজ্য প্রতিষ্টা করেন।
তুজুক-ই-বাবরী বা বাবরনামা:::::::::::::::::::::::::::::::::::::::::::::
সম্রাট বাবর নিজে গ্রন্থ লিখেন তার নাম বাবরনামা।গ্রন্থ টি তুর্কি ভাষায় রচিত। এই গ্রন্থ থেকে বাবর সম্পর্কে অনেক তথ্য পাওয়া যাই।হূমায়ুন সম্পর্কে জানা যাই।বাবর ১৮ বছর এর কর্মকান্ড লিপিবদ্ধ করেছেন।।(৪)৪র্থ ও ৫ম বার ইব্রাহিমের বিরুদ্ধে
প্রথম পানি পথের যুদ্ধ::::::::::::::::::::::::::::::
ভারতের হরিয়ানা রাজ্যের পানিপথ গ্রামের নিকট ১৫২৬ সালে এই যুদ্ধ সংগঠিত হয়।এই যুদ্ধে বাবর এর বাহিনী ছিল ১৫০০ সৈনিক আর ২০ থেকে ২৪ টি Field Artillery আর ইব্রাহিম লোদীর বাহিনী ছিলো ১০০০০০ সৈন্য দীর্ঘ আট দিন তুমুল যুদ্ধ হয়।বাবর এই যুদ্ধে জয় হয়েছিলো কারন প্রথম কামান এর ব্যবহার করার কারনে।এই যুদ্ধে লোদী বংশের অবসান হয়।বাবর এই যুদ্ধে নতুন দুটি কৈাশল ব্যবহার করেন।১-তুলুগুমা ২-আরাবা।বাবর প্রথম পানি পথের যুদ্ধের জয়ের মাধ্যমে ভারতে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করে।
খনুয়ার যুদ্ধ:::::::::::::::::::::::::::::::::::
১৫২৭ সালে মেবারের শাসক রানা সংগ্রাম সিং এর সাথে বাবর এর খনুয়ার প্রান্তে যুদ্ধ হয় । রানা সংগ্রাম সিং এর সৈন্য ছিলো ১২০ জন রাজপুত সেনা আর ৮০০০ অশ্বরোহী। সারা দিন যুদ্ধ হয়।বাবর কামান ব্যবহার করেন এবং কামানের গোলায় টিকতে না পেরে রানা সংগ্রাম সিংহের বাহিনী ছএ ভঙ্গ হয়ে যাই।
গোগরার যুদ্ধ::::::::::::::::::::::::::::::::::
১৫২৯ সালে পাটনা সন্নিকটে গোগরা নদীর তীরে ইব্রাহিম লোদীর ভাই মুহাম্মদ লোদীর ও আফগান সেনাদের শোচনীয় ভাবে পরাজিত কর। পর পর তিনটি যুদ্ধের মাধ্যমে বাবর কাবুল হতে বঙ্গদেশ পর্যন্ত সমগ্র ভারতের মালিকানা লাভ করে এবং মুঘল সাম্রাজ্য প্রতিষ্টা করেন।
তুজুক-ই-বাবরী বা বাবরনামা:::::::::::::::::::::::::::::::::::::::::::::
মৃত্যু:::::::::::::::::::::::::::
বাবর এর মৃত্যু হয় ১৫৩০সালে। তার সমাধিস্থল কাবুলে আর নাম GARDENS OF BABUR ..OR BAGH-E- BABURE
Hi
ReplyDeleteGood
ReplyDeleteYou should change colors of some articles it is hard to see.
ReplyDeletePlease tell, whats the story of them big puppys .....
Delete