Breaking

Wednesday, 13 February 2019

সম্রাট হূমায়ুন এর শাসন আমল



সমাট হূমায়ুন(১৫৩০-১৫৫৬)


 পরিচয়::::::::::::::::::::::::::
হূমায়ুন শব্দের অর্থ-ভাগ্যবান। হূমায়ুন১৫০৮A.D কাবুলে জন্ম গ্রহন করেন।তিনি ২২ বছর বয়েসে সিংহাসন আরোহন করেন।তার মাতার নাম মাহিম বেগম আর পিতা সম্রাট বাবর।বাল্যকা্ল হতে হূমাযুনের অন্তরে আধ্যাত্নিক চেতনা প্রকাশ পায়।
হূমায়ুনের প্রাথমিক সমস্যা:::::::::::::::::::
হূমায়ুন সিংহাসন বসার পর ভ্রাতাগনদের ও আত্মীয়স্বজনদের ষড়যন্তের শিকার হয়।হূমায়ুন নিজেও মারাত্মক একটি ভুল করেন। পিতার উপদেশ এর মত তিনি ভাইদের মধ্যে রাজ্যের বিভিন্ন অংশ ভাগ করে দেয়।বাবর এর মৃত্যুর পর কামরান পাঞ্জাব দখল করেন। আর হূমায়ুন তাকে হিসার-ফিরোজা দেন। ফলে পাঞ্জাব ও হিসার-ফিরোজা কামরানের দখলে যাওয়ায় সীমান্ত এলাকা ও এর অপর পার হতে সৈন্য সংগ্রহের পথ হূমায়ুনের জন্য রুদ্ব হয়।
হূমায়ুনের প্রাথমিক সাফল্য:::::::::::::::::::::::::::::::::::::
(১)১৫৩১A.D হূমায়ুন কলিঞ্জার দুর্গ আক্রমন করেন। এই যুদ্ধ কয়েক মাস স্থায়ী ছিল।পরে হূমায়ুন কারিঞ্জার রাজার সাথে সন্ধি করেন এবং প্রচুর ধনদৌরত আদায় করেন।
(২)১৫৩২ A.D হূমায়ুন দৌরার যুদ্ধে আফগানদের সম্পূর্ণরুপে পরাজিত করেন।সম্ভব হয়েছিল শেরখান এর নিরপেক্ষতার কারনে।
(৩) ১৫৩২A.Dহূমায়ুন চূনার দুর্গ অবরোধ করেন।চুনার শাসক ছিলো শেরখান।শেরখান সন্ধির প্রস্বাব দেন।কিন্তু সম্রাট তা মেনে নেয় নি।ফলে শেরখান চুনারের আধিপত্য লাভ করেন এবং হূমায়ূন জীবনে মারাত্মক বিপদ ডেকে আনে।
##চৌসার যূদ্ধে হূমায়ুনের পরাজয়ের কারন:::::::::::::::::::::::::::::
(১)চৗসার যুদ্ধে হূমায়ুন এর পরাজয়ের কারন শেরখানের বিশাসঘাতকতা ও চুক্তিভঙ্গ অনেকখানি দায়।
(২)হুমায়ুন ও মুঘল বাহিনী এরন জন্য দায়।
(৩)দাম্ভিকতাও তাদের বিপর্যয়ের জন্য বহুলাংশ দায়। কারন তারা আফগানদের ঘৃনা করত। এমনকি তারা শেরখানের সৈন্য বাহিনীর শক্তি সম্পর্কে তাচ্ছিল্য করতো।
***চৌসার যুদ্ধ সংগঠিত হয় ১৫৩৯ A.D
## কনৌজের যুদ্ধে হূমায়ুনের পরাজয়ের কারন::::::::::::::::::::::::::::::::::
(১)ভ্রাতাদের অসহযোগিতা”””””””””
 পিতার অন্তিম ইচ্ছা অনুযায়ী হূমায়ুন তার ভাইদের মধ্যে সম্রাজ্য বন্টন করে দেয়। কিন্তুু তার বিপদের সময় তাকে সাহায্য করে নাই। ১৫৪০ সালে কনৌজের যুদ্ধ সময় কোনরুপ সাহায্য করে নি।
(২)স্থান নির্ণয়ে এূটি ও প্রািকৃতিক দুর্যোগ””””””””””””””””””””
কনৌজের যুদ্ধের স্থান নির্ণয়ে হূমায়ুন মারাত্মক ভুল করেন।তার পর প্রবল বৃষ্টিপাতে মুঘল সেনাদের মধ্য প্রবল বিশৃঙ্খলা দেখা দেয় যার ফলে পরাজয় বরন করে।
##(৩)সৈন্যবাহিনীর সামরিক দক্ষতার অভাব
 হূমায়ুনের সৈন্য বাহিনী দীর্ঘ দিনধরে বাংলায় অবস্থান করেন।এই বাংলার আবহাওয়া তার সামরিক দক্ষতার হ্রাস পায়
##(৪)আগ্নে-অস্ত্র ব্যবহারের অক্ষমতা::::::::::::::::::::::::
মুঘল বাহিনীর অনেক আগ্নে- অস্ত্র ছিলো।বিশৃঙ্খলা মধ্যে তারা তা ব্যবহার করতে পারে নিই।সেনাপতিদের মধ্যে বিরুদ্ধ এর কারনে তা ব্যবহার করতে পারে নিই।
##(৫)হূমায়ুনের উদাসীনতা:::::::::::::::::::::
শেরশাহের ক্ষমতার বৃদ্ধির সংবাদে হূমায়ুনের উদাসীনতা, অদূরদর্শিতা, পরিচয় বহন করেন। অর্থাৎ শেরশাহের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনে বিলম্বের কারনেই হূমায়ুনের পতন ঘটে।
***কনৌজের যুদ্ধ হয় ১৫৪০A.D
হূমায়ুনের চরিত্র ও কৃতিত্ব বিচার::::::::::::::::::::::::::::::::
#পরমতসহিষ্ণুছিলেন
#অধ্যবসায়ের অভাব 
#অসামরিক শাসনের অবহেলা
#হূমায়ুনের চরিত্রিক দোষ
মৃত্যু
 ১৫৫৬A.D মাগরিবের নামাজ আদায় করার জন্য লাইব্রেরি থেকে নামতে গিয়ে মৃত্যু হয়। হূমায়ুনের সমাধিসৌধ ছিলো দিল্লিতে ।হূমায়ুনের সমাধিসৌ ১৯৯৩ সালে UNESCO WORLD HERITAGE SITE ঘোষিত করা হয়। হামিদা বানু বেগম সমাধিসৌধটি নির্মান করে। এটি নকশা প্রস্তুত  করেন মিরাক মির্জা গিয়াস।১৫৭২ সালে এর নিমার্ন কাজ শেষ হয়।কাজ শেষ করতে ১৫ লাক্ষ টাকা খরচ হয়। সমাধি বেলে পাথরের তৈরি আর তার চার পাশে বাগান ছিলো।

8 comments: