*দায়িতবিষ্ণু (গোপালের পিতামহ)
*বপ্যট (গোপালের পিতা)
*১ম গোপাল (৭৫০ -৭৮১ খ্রি)=পাল বংশের প্রতিষ্ঠাতা
*ধর্মপাল (৭৭০-৭৮১ খ্রি)=পাল বংশের শ্রেষ্ঠ শাসক বলা হয়
*ত্রিভুবন= (ধর্মপাল এর বড় পুত্র)
*দেবপাল (৮১০-৮৫০ খ্রি)=ধর্মপাল এর ছোট পুত্র
*মহেন্দ্র পাল (৮৫০-৮৫৭ খ্রি )
*প্রথম শুরপাল (৮৫৮-৮৬১ খ্রি )
*২য় গোপাল (৮৬২-৮৬৩ খ্রি)
*১ম বিগ্রহ পাল (৮৬৪-৮৬৫ খ্রি.)
*নারায়ন পাল (৮৬৬-৯২০ খ্রি.)=১ম বিগ্রহ পাল এর পুত্র
*রাজ্যপাল (৯২০-৯৫২ খ্রি.)
*৩য় গোপাল (৯৪২-৯৬৯ খ্রি.)
*২য় বিগ্রহপাল (৯৬৯-৯৯৫ খ্রি,)
*১ম মহীপাল (৯৯৫-১০৪৩ খ্রি.)= ২য় বিগ্রহপাল এর পুত্র ও পাল বংশের দ্বিতীয় প্রতিষ্ঠাতা অর্থ্যাৎ পাল সম্রাজ্যের দ্বিতীয় পর্যায় বরা হয়।
*(নয়) বা ন্যায় পাল (১০৪৩ -১০৫৮ খ্রি.)=১ম মহীপালের পুত্র
*৩ য় বিগ্রহপাল (১০৫৮-১০৭৫ খ্রি.)=ন্যায় পালের পুত্র
*২য় মহীপাল (১০৭৫ - ১০৮০ খ্রি.)=৩য় বিগ্রহপালের ১ম পুত্র
*২য শূরপাল (১০৮০-১০৮১খ্রি.)=৩য় বিগ্রহপালের ২য় পুত্র
*রামপাল (১০৮২-১১২৪)=৩য় বিগ্রহপালের ৩য় পুত্র ও রামপালকে পাল সাম্রাজ্যের শেষ মুকুটমনি বলা হয়।রামপাল এর চার পুত্র (বি.দ্র: পরবর্তী চার জন রাজা তার পুত্র)
*কুমার পাল (১১২৪-১১২৯ খ্রি.)
* বিত্তপাল
*মদনপাল (১১৪৩-১১৬১ খ্রি.
*২য় রাজ্যপাল
*৪র্থ গোপাল(১১২৯-১১৪৩ খ্রি,)=কুমারপাল এর পুত্র
No comments:
Post a Comment